শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর " উপজেলা/ আরবান কোর্ডিনেটর " পদের ভাইভার একবছরেও চূড়ান্ত রেজাল্ট হয়নি! হতাশায় প্রার্থীরা।

 উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর " উপজেলা/ আরবান কোর্ডিনেটর " পদের ভাইভার একবছরেও চূড়ান্ত রেজাল্ট হয়নি! হতাশায় প্রার্থীরা।



উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট,  ঢাকা বিশ্ববিদ্যালয়'র যৌথ উদ্যোগে বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন ২.৫ প্রকল্পের " উপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদের  ৩০০ শুন্য পদের   রিটেন পরীক্ষা হয়, গত ০৩.০১২০ইং তারিখে, এর ১ সপ্তাহ পর রিটেন রেজাল্ট হয়, ০৯.০১.২০ইং। রিটেন পরীক্ষার্থী ছিল প্রায় ২৩০০০/ মত। এর মধ্যে রিটেনে কোয়ালিফাই হয় ৭০০০ পরীক্ষার্থী। পরবর্তীতে ভাইভা পরীক্ষা শুরু হয় ১৬.০১.২০ইং থেকে চারটি ধাপে তা সম্পন্ন হয়। কিন্তু দুঃখের বিষয় হল আজ উক্ত রিটেন ও ভাইভা পরীক্ষার ১ বছর হতে চললেও চূড়ান্ত রেজাল্টের কোন খবর নেই। এতে চূড়ান্ত ফল প্রার্থীরা খুবই হতাশায় দিনযাপন করছে।এদিকে অনেকের চাকরির বয়সেও চলে যাচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের সহযোগি এনজিওরা তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। চূড়ান্ত ফলপ্রার্থীরা বারবার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও আইইআর এ যোগাযোগ করেও কোন সঠিক খবর পাচ্ছে না। 

ফলপ্রার্থীদের আবেদন, কর্তৃপক্ষ দ্রুত যাতে ফল প্রকাশ করে ফলপ্রার্থীদের হতাশা দূর করে।

৬টি মন্তব্য:

  1. এনজিও এর কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে অথছ এই রেজাল্টের কোন হদিস নাই।তাই কতৃপক্ষকে দ্রুত রেজাল্ট প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

    উত্তরমুছুন
  2. এতগুলো চাকুরিপ্রার্থীদের সাথে তামাশা না করে দ্রুত ফল প্রকাশ বা বাতিল করা হোক।

    উত্তরমুছুন
  3. আমি মনে করি এ বিষয় টা বিবেচনা করা উচিত

    উত্তরমুছুন
  4. আর দেরিনা করে তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেন,প্লি!!

    উত্তরমুছুন
  5. হতাশা আর নিয়ে জীবন পার করছি। তাই সবাইকে অনুরোধ করছি ফলাফল টা দেয়ার জন্য।

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...