সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বি.কে হাজারীর কবিতাঃসময় তুমি অসময়ে!

 Posted by B.K Bichitro

সময় তুমি অসময়ে

সময় তুমি অসময়ে
বি.কে.হাজারী
————————————-

সময় তুমি সুধাও যবে
কে আপন কে পর?
সব হারিয়ে নিঃস্ব হেথায়
সাজাই কেমনে আপন ঘর?

সময় তুমি প্রমাণ দাও
ভালোবাসা নাকি অভিনয়;
প্রেমরসের ডুবন্ত লাশ
এখন কি উপায়?

সময় তুমি অতি জিঙ্কেস
বাছাই করো গরিব-ধনী;
স্বার্থ ছাড়াই ভাবাও তুমি
তুলে ধরো বিষধর ফনী।।

সময় তুমি বুঝিয়ে দাও
প্রিয়জন না প্রয়োজন;
ঠেকায় পড়ে করছিল তোমায়
অধিক ভক্তি-সম্বোধন।।

সময় তুমি বড়ই নিষ্ঠুর
বাস্তবতার যাঁতাকলে;
সমাধান ছাড়া শিক্ষা দাও
অসময়ে কথা বলে।।

রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বান্দরবান সরকারি কলেজ'র ১ম স্থান অর্জন।

 ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০


উদযাপন উপলক্ষে, বান্দরবান উপজেলা প্রশাসন  কর্তৃক আয়োজিত প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে বান্দরবান সরকারি কলেজ

 প্রথম স্থান অধিকার করে।


সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সুজন কান্তি বড়ুয়া


শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

করোনাকালঃ শিক্ষা নিয়ে কতিপয় ভাবনা।

 করোনাকালঃ শিক্ষা নিয়ে কতিপয় ভাবনা।

*****************************

সুমন মজুমদারঃ


করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েব বা দ্বিতীয় ঢেউয়ের মুখে পুরো বিশ্ব। পৃথিবী জুড়ে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। আমাদের দেশেও করোনার  দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ইতোমধ্যেই  দেশের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে আবারো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষনা করেছেন শিক্ষা  মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের পরিসংখ্যানে পরিলক্ষিত হয়, ২০২০ সালের পুরোটাই করোনার কবলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা,  ফলে শিক্ষা  ব্যবস্থায় অনেকটা স্থবিরতা বিরাজ করছে বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞদের। তাই হয়তো সরকার বিকল্প পদ্ধতি অন-লাইন ক্লাস, জুম apps এর মাধ্যমে শিক্ষক,  শিক্ষার্থী  ও অভিভাবকের সাথে যোগাযোগের কিছু  মাধ্যম আবিষ্কার করেছেন যা প্রশংসার দাবিদার বলে মনে করেন সর্বমহল তথা শিক্ষা বিশেষজ্ঞরা।প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির জন্য  সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা ও জুম মিটিং  এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সাথে সমন্বয় সাধনের ব্যবস্থা করলেও করোনা কালে শিক্ষকদের চেয়ে অভিভাবকদের তাদের সন্তানদের উপর বেশি দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে, কেননা তারা সচেতন না থাকলে তাদের সন্তানরা বিপথগামী  হওয়ার সম্ভাবনা রয়ে যাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে  আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল,  নিজেদের নিরাপত্তার বিষয় চিন্তা করে যেমন আমরা করোনার প্রকোপ থেকে  রক্ষা পাওয়ার জন্য যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলছি, ঠিক তেমনি আমাদের সন্তানদের পড়ালেখার বিষয় চিন্তা করে  তাদের উপর আরো অনেক যত্নশীল ও সচেতন হতে হবে, কেননা শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা ছিল শিক্ষার্থীরা তখন শিক্ষকদের সান্নিধ্যে থাকতো বা তাদেরকে একটা নিদির্ষ্ট সময়সূচী মেনে চলতে হতো, কিন্তু এখন যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন তাদের উপর পড়ালেখার  কোন চাপ বা সীমাবদ্ধতা নেই বললেই চলে তাই করোনা কালে মা,বাবাকেই একজন শিক্ষার্থীর শিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করা উচিত ।  আপনার সন্তান ও আত্নীয়-স্বজনকে  করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করুন, নিজে সুস্থ ও নিরাপদে থাকুন। 

লেখকঃ

সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া,চট্টগ্রাম।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ -সভাপতি মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মাস্ক বিতরণ।

 


লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত  সহ -সভাপতি মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে  মাস্ক বিতরণ করা হয়েছে।

লোহাগাড়ার আমিরাবাদ মোটর স্টেশনে মাস্ক বিতরণ করেছে, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত  সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার।



এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির কার্যনিবাহী সদস্য ও চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য, আকতার বাঙ্গালী, বার আউলিয়া বিশবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ আরফিন মুন্না, জালাল উদ্দীন বাবুল,জোবাইদুল ইসলাম জুবাইর প্রমুখ।

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছে মিনহাজ উদ্দিন কায়সার।




, লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন  কমিটিতে সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কায়সার। 


১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে  দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ কে এম আসিফুর নহমান চৌধুরীকে  সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪  সদস্যের ছাত্রলীগের লোহাগড়া উপজেলা।  কমিটিতে   সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কাউসার। 


এদিকে, কমিটিতে  স্থান পাওয়ায়  মিনহাজ উদ্দিন কায়সার  জানান,  বঙ্গবন্ধুর  আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবায়  এগিয়ে যাবো। আমাকে মূল্যায়ন করায় দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...