রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

লোহাগাড়ায় প্রাচীন শিব মন্দিরের জরাজীর্ণ অবস্থা, সরকারের হস্তক্ষেপ কামনা।

এস এম আকাশ,লোহাগাড়াঃ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একসাথে বিভিন্ন ধর্মীয় অনু্ষ্ঠান উপভোগ করে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, বণিক পাড়া শিব মন্দিরটি অনেক প্রাচীন মন্দির যা ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ চলাকালিন মন্দিরটির উপর পাক হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায় এবং ভক্তদের উপর পাশবিক নির্যাতন চালায় ফলে ভক্তদের মাঝে বিরুপ মনোভাব সৃষ্টি হওয়ায় মন্দিরের অবকাঠামো উন্নয়নের ব্যাপারে সঠিক উদ্যোগের অভাবে মন্দিরটি অদ্যাবধি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। জানা যায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে মন্দিরে প্রতিদিন পুজা হয় এবং মন্দির কর্তৃপক্ষ  প্রতিবছর পৌষসংক্রান্তিতে হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে। এলাকাবাসী মন্দিরটির উন্নয়নে সরকারের  আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন,এছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতা, দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। সুমন মজুমদার হিরো সিটিজি২৪বিডি.কম কে বলেন, কালের সাক্ষী  এই পুরাতন মন্দিরটি  সরকারের পৃষ্ঠপোষকতা ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে আবার হারানো ঐতিহ্য ফিরে পেত। সরকারের প্রতি অনুরোধ থাকবে যাতে সরোজমিন পরিদর্শনের মাধ্যমে এটার দেখভাল করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...