বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছে মিনহাজ উদ্দিন কায়সার।




, লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন  কমিটিতে সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কায়সার। 


১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে  দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ কে এম আসিফুর নহমান চৌধুরীকে  সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪  সদস্যের ছাত্রলীগের লোহাগড়া উপজেলা।  কমিটিতে   সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কাউসার। 


এদিকে, কমিটিতে  স্থান পাওয়ায়  মিনহাজ উদ্দিন কায়সার  জানান,  বঙ্গবন্ধুর  আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবায়  এগিয়ে যাবো। আমাকে মূল্যায়ন করায় দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন।

 


বি.কে বিচিত্র, চট্টগ্রামঃ 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা  ছাত্রলীগের উদ্যোগে দিনভর কর্মসূচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল  বৃক্ষরোপন কর্মসূচী,   মানুষদের খাবার বিতরণ,  ও দোয়া মাহফিল ।চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে এসব কর্মসুচী পালন করা হয়। এ সময় মিনহাজ উদ্দিন কায়সার,  বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে আজ আমরা উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে চলছি। শান্তিতে বসবাস করছি। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে অভাব দুর হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজান ,সাকিব ,তানজুল,ইমতিয়াজ, রাকিব,রাইহান,রিদুওয়ান,আতিক,সাকের প্রমুখ

ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শোক দিবসে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল।


বি.কে বিচিত্র, চট্টগ্রাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার।


শনিবার (১৫ আগস্ট) সকালে মধ্য  আমিরাবাদ মাদরাসা নববিয়া আরাবিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মাহফিলে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কর্মসূচিতে অংশ নেন  স্থানীয় ছাত্রলীগকর্মী  জাবেদ, মিজান,সাকিব,সাজ্জাদ তানজুল প্রমুখ।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।


বি.কে  বিচিত্র, চট্টগ্রাম।
বৈশ্বিক মহামারি করোনা কারণে জনজীবন যখন স্থবির  তখন নিজের একান্ত প্রচেষ্টায় গ্রামের আশপাশকে  পরিচ্ছন্ন  ও রোগ জীবানুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার ছিটিয়ে  পরিস্কার রাখার  ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার লোহাগাড়া আমিরাবাদের বিভিন্ন সড়ক ও স্কুলের পাশে জীবাণু নাশক পাউডার প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে

৫ই আগস্ট,  বুধবার সকালে  লোহাগাড়া আমিরাবাদের বিভিন্ন সড়ক ও স্কুলের পাশে জীবাণু নাশক পাউডার প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে।

এ সময় ছাত্রলীগ নেতা কায়সার বলেন, ‘‘পবিত্রতা ঈমানের অঙ্গ। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। আমরা নিজ উদ্যোগে আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখলে পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন থাকবে।’’

তিনি বলেন, কোনও কাজই ছোট নয়। প্রত্যেক পেশার প্রতি সম্মান জানাতে হবে। এ পরিচ্ছন্নতা কর্মসূচি অত্র এলাকাকে  সৌন্দর্যমণ্ডিত ও নান্দনিক  হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।

ছাত্রলীগ নেতা  আরও বলেন, আমাদের এলাকাকে  পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে মডেল এলাকায়  পরিণত করতে চাই। কারণ শিক্ষার্থীদের মনন বিকাশে পরিবেশ গুরুত্বপূর্ণ।

রবিবার, ১৯ জুলাই, ২০২০

পরিসংখ্যান ব্যুরোর, পরিসংখ্যান সহকারীর আবেদন প্রক্রিয়ার ব্যাখ্যা।

#Do_not_get_confused_please.

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১২ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, ইনুমারেটর এবং এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট পদে অাবেদন করার যোগ্যতা কী হবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।"

ব্যাখ্যাঃ পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে স্নাতক (সম্মান) এখানে বাধ্যতামূলক নয়। স্নাতক পর্যায়ে যে কোন বর্ষে এই তিনটি হতে কমপক্ষে একটি কোর্স থাকা বাধ্যতামূলক।

অর্থাৎ ইংরেজি বিভাগের সিলেবাসে কোন বর্ষে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতের কোন কোর্স থাকে না বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন না। কিন্তু ব্যবস্থাপনা বিভাগের স্নাতক সিলেবাসে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত কোর্স থাকে বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন।

এখানে তিনটি বিভাগের কথা বলা হয়নি। বরং যেকোন বিভাগ কিন্তু উল্লিখিত তিনটির কমপক্ষে একটি কোর্সের কথা বলা হয়েছে।  যারা স্নাতক (সম্মান) এর পরিবর্তে সমমানের কোন ডিগ্রি নিয়ে অাবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে বিবেচ্য হবে। তবে কমপক্ষে দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমমানের ডিগ্রি হতে হবে।

-----
মোহাম্মদ কামাল হোসেন
পরিসংখ্যান কর্মকর্তা
বিসিএস (পরিসংখ্যান)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...