রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অমর-২১- বি.কে বিচিত্র'র বর্ণক্রমিক কবিতা।

 অমর-২১

        (৩ শব্দের বর্ণক্রমিক অণু কবিতা)

ভাষা শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 


ভাষার ভুবনে ভূষিত,

সৃজন  সৃষ্টি স্বীকৃত। 

আমাদের- ২১ আমৃত্যু আমরণ,।

সর্বদা  সর্বোচ্চ সাধারণ,।

আন্দোলন আলোড়িত আগমন,।

ইতিহাস ইতোপূর্বে ইন্ধন,। 

ফেব্রুয়ারি ফেরারি ফাল্গুন,

আহত আত্মাহুতি আগুন।

সালাম সতীর্থ সমাদর, 

বরকত বীরত্ব বৃহত্তর,

রফিক রঞ্জিত রণক্ষেত্র।



বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন টিকাদান কর্মসূচি।

 বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন   টিকাদান কর্মসূচি। 
বি. কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ



সারাদেশের ন্যায় বান্দরবানেও চলছে করােনা টিকাদান কর্মসূচী। গত ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবানের ৭ উপজেলায় একযােগে চলছে এই কার্যক্রম।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ,এই পর্যন্ত বান্দরবানে করােনার ভ্যাকসিন গ্রহণ করতে ৫হাজার ৩শত ২৭জন অনলাইনে নিবন্ধন করেছে এবং ২হাজার ৪শত ৮২জন করােনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত টিকা আগ্রহীরা সকাল-দুপুর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রের বুথে গিয়ে টিকা গ্রহণ করছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ৪০ উর্ধ্ব ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা বলেন, করােনার ভ্যাকসিন গ্রহণ করার পর সকলে সুস্থ রয়েছে এবং আগ্রহের সাথে টিকা নিচ্ছে।

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

পদুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ।






 পদুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ।
নিজস্ব প্রতিবেদক,  লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া নিবাসী স্বর্গীয় বিধুভূষণ মজুমদারের জৈষ্ঠ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক,  ব্যাংকার শ্রী উজ্জ্বল মজুমদার'র  নিজস্ব তহবিল থেকে ২৯ জানুয়ারি সকালে পদুয়া জলদাশ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ,  শীতবস্ত্র, শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়,







এ সময় উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষে বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌতম মজুমদার,বিশিষ্ট সমাজসেবক, ব্যাংকার  শ্রী উজ্জ্বল মজুমদার বাবলা, সমাজ সেবক শ্রী কল্লোল মজুমদার (রন্জন), সমাজ সেবক শ্রী রুপন মজুমদার ও বিশিষ্ট সমাজসেবক  শিক্ষক শ্রী সুমন মজুমদার হিরো ও কৃতি শিক্ষার্থী প্রতিভা মজুমদার লোপা। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সুনিল কুমার চৌধুরী, সমাজসেবক  শ্রী সোনারাম জলদাশ, শ্রী সর্বানন্দ জলদাশ, শ্রী স্বপন জল দাশ ও শ্রী লক্ষণ জল দাশ প্রমুখ। শেষে শ্রী উজ্জ্বল মজুমদার বাবলা,  ভবিষ্যতেও  ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ব্যাপারে  তাদেরকে আশ্বস্ত করেন।

বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

পদুয়ায় অন্ধ পরিবাবের পাশে "সৎ সংঘ যুব ক্লাব'র সহযোগিতা।

 পদুয়ায় অন্ধ পরিবাবের  পাশে "সৎ_সংঘ_যুব_ক্লাব"

বি.কে হাজারী।লোহাগাড়া,চট্টগ্রাম।



" মানব সেবায় এগিয়ে আমরা ক'জন" এ শ্লোগানকে সামনে রেখে তৎকালীন কতিপয় ছাত্রের সমন্বয়ে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় সৎ সংঘ যুব ক্লাব।
 সেই ধারাবাহিকতা বজায় রেখে বিগত কিছুদিন আগে এশিয়ান টিভি,ভয়েস অনলাইন টিভি চ্যানেল সহ বিভিন্ন মিডিয়ায় স্থানীয় যুবক পলাশ দাশের(Polash Lakshmi)  প্রচেষ্টায়  উঠে আসে পদুয়া ইউনিয়নের বাড়ৈ পাড়ার মৃত দূর্গাচরণ দাশের দুই পুত্র ভোলা দাশ ও শংকর দাশের #অন্ধ_পরিবারের_কথা। একই পরিবারে ৩ জন অন্ধ(মেয়ে শান্তাসহ)। কি মর্মান্তিক আর কষ্টের...!!!
আজ ২৭ জানুয়ারি, ২০২১ইং 
"সৎ সংঘ যুব ক্লাবের" পক্ষ হয়ে 'মানব সেবায় এগিয়ে আমরা ক'জন' শ্লোগানের বাস্তবতা ধরে রাখতে কয়েকজন সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে সংগৃহীত নগদ পাঁচ হাজার (৫,০০০/-) টাকা *আর্থিক অনুদান* নিয়ে সশরীরে ঐ অন্ধদের বাড়ি উপস্থিত হয় ক্লাবের সাধারণ সম্পাদক -- বাবলু কান্তি হাজারী।
বিঃদ্রঃ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের গৃহনির্মাণের কাজ ও চলমান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকল সহযোগিদের।

                   ------- 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...