রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে" বই উৎসব অনুষ্ঠিত।

 

নতুন বছরে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জেরিন আখতার,বিপিএম মহোদয়।




 এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার(ইন-সার্ভিস),উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ পুলিশ লাইন্স স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা ।

শনিবার, ২ জানুয়ারী, ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত প্রাথমিক নিয়োগ পরীক্ষা হচ্ছে না!

 

পরীক্ষা


শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম।

শনিবার (২ জানুয়ারি) এ কথা জানান তিনি।

ডিজি বলেন, পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ চলছে। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বান্দরবান ভ্রমণঃ নীলগিরি সাদা মেঘের হাতছানি।

 নীলগিরি

বিশেষ প্রতিবেদন(ভ্রমণ)

বি.কে বিচিত্র, বান্দরবানঃ



নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এর উচ্চতা প্রায় ৩ হাজার ফুট। এটি বান্দরবান জেলার ‘থানছি’ উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। নীলগিরি ভ্রমণে ভ্রমণকারীরা উঁচু- নিচু পাহাড়  শুভ্র মেঘের এক রোমাঞ্চকর দৃশ্য অবলোকন করতে পারবে। এই পর্বতের পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজাতী সম্প্রদায় ম্রো পল্লী। 



যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মত। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র এটি। যা সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর পাশেই রয়েছে একটি সেনাক্যাম্প। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন। বান্দরবান জিপ স্টেশন থেকে জিপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়িও ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫ টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ি যেতে দেয়া হয় না। এছাড়া নিরিবিলিতে স্বপরিবারে কয়েকটা দিন কাটাতে এটি একটি আদর্শ জায়গা। নীলগিরিতে নিরাপদ ভ্রমণের জন্য 



বর্তমানে বান্দরবান শহর থেকে হোটেল হিলভিউর পরিচালনায় সরাসরি  হোটেল হিলভিউ বাস  চলমান  রয়েছে। 

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বান্দরবান সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

 



বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ 
বান্দরবান  সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান    অধ্যাপক এনামুল হাই এফসিএস  এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার(২৯.১২.২০ইং) দুপুরে  কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে   অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যক্ষ,  অধ্যাপক মকছুদুল আমিন। 


  বিভাগের সকল বর্ষের  স্নাতক শিক্ষার্থীদের আয়োজনে বান্দরবান নীলাচল পর্যটন কেন্দ্রে বিকালে আলাদা বিদায় সংবর্ধনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের পক্ষ থেকে  স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র, মোঃ সোহেল, ২য় ব্যাচের ,  মোঃ মনিরুল ইসলাম, ৩য় ব্যাচের পম্পি চৌধুরী ও অন্যান্য ব্যাচেরও বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট  প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে   তিনি   বলেন,  শিক্ষার্থীদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তোমরা মানুষের মতো মানুষ হলে আমার শিক্ষকতা জীবন স্বার্থক হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক,  এসএম আইনুল করিম, গেস্ট লেকচারার ,  সুমদত্ত বড়ুয়া, গেস্ট লেকচারার, মনিরুল ইসলাম। 
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মোঃ ফয়সাল, মোঃ সোহেল, নয়ন বড়ুয়া, পম্পি চৌধুরী,  মাহিনূর আক্তার উর্মি, প্রত্যাশা, মোঃ তারেক, বিটন তঞ্চঙ্গ্যা, মোঃ হোসেন প্রমূখ। 

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক।

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসারশিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ৪০,০০০ টাকা

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ৩০ বছরকর্মস্থল: যেকোনো স্থান

Advertisement

আবেদনের ঠিকানা: আগ্রহীরা www.jagojobs.com/bank এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২১

সূত্র: জাগোজবস ডটকম

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।

বি.কে বিচিত্র, চট্টগ্রাম।



 বিজয়ের ৪৯ বছর উপলক্ষে,  মহান বিজয়ের মাসে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের নিজ উদ্যোগে  রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে   গরীব দুস্থদের মাঝে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



অনুষ্ঠানে স্থানীয় দু:স্থ অসহায় ও গরিব মানুষদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠানে বক্তারা বলেন,  তার কর্মের মাধ্যমে লোহাগাড়াবাসীর  হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে আজীবন বেঁচে থাকবেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...