সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের আনোয়ারায় আটকে থাকা দৈত্যাকার জাহাজ দেখতে পর্যটকদের ভিড়।



 
বি.কে বিচিত্র, পারকির চর ঘুরেঃ 
প্রতি দিনই চট্টগ্রাম আনোয়ারার পারকির  সৈকতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। গত ২১শে  ফেব্রুয়ারি  গিয়ে দেখা গেছে সৈকতজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।বিশেষ করে আটকে থাকা দৈত্যাকার "ক্রিস্টাল গোল্ড" জাহাজটি দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছে।


চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে কর্ণফুলী নদী ও বঙ্গোপসারের মোহনায় আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নের মধ্যবর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠেছে পার্কি সমুদ্র সৈকত। চট্টগ্রাম নগরবাসী ও বিভিন্ন উপজেলার দর্শনার্থীদের হাতের নাগালে হওয়ায় এই বিনোদন স্পটে প্রতিনিয়তই ভিড় বাড়ছে। আর এ বিনোদন স্পটে গত দেড় বছর ধরে আটকে আছে ক্রিস্টাল গোল্ড নামে বিশাল মালবাহী জাহাজ। এ কারণে বিশাল এলাকা নিয়ে জেগে ওঠেছে চর।
x

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অমর-২১- বি.কে বিচিত্র'র বর্ণক্রমিক কবিতা।

 অমর-২১

        (৩ শব্দের বর্ণক্রমিক অণু কবিতা)

ভাষা শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 


ভাষার ভুবনে ভূষিত,

সৃজন  সৃষ্টি স্বীকৃত। 

আমাদের- ২১ আমৃত্যু আমরণ,।

সর্বদা  সর্বোচ্চ সাধারণ,।

আন্দোলন আলোড়িত আগমন,।

ইতিহাস ইতোপূর্বে ইন্ধন,। 

ফেব্রুয়ারি ফেরারি ফাল্গুন,

আহত আত্মাহুতি আগুন।

সালাম সতীর্থ সমাদর, 

বরকত বীরত্ব বৃহত্তর,

রফিক রঞ্জিত রণক্ষেত্র।



বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন টিকাদান কর্মসূচি।

 বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন   টিকাদান কর্মসূচি। 
বি. কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ



সারাদেশের ন্যায় বান্দরবানেও চলছে করােনা টিকাদান কর্মসূচী। গত ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবানের ৭ উপজেলায় একযােগে চলছে এই কার্যক্রম।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ,এই পর্যন্ত বান্দরবানে করােনার ভ্যাকসিন গ্রহণ করতে ৫হাজার ৩শত ২৭জন অনলাইনে নিবন্ধন করেছে এবং ২হাজার ৪শত ৮২জন করােনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত টিকা আগ্রহীরা সকাল-দুপুর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রের বুথে গিয়ে টিকা গ্রহণ করছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ৪০ উর্ধ্ব ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা বলেন, করােনার ভ্যাকসিন গ্রহণ করার পর সকলে সুস্থ রয়েছে এবং আগ্রহের সাথে টিকা নিচ্ছে।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...