বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বান্দরবান ভ্রমণঃ নীলগিরি সাদা মেঘের হাতছানি।

 নীলগিরি

বিশেষ প্রতিবেদন(ভ্রমণ)

বি.কে বিচিত্র, বান্দরবানঃ



নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এর উচ্চতা প্রায় ৩ হাজার ফুট। এটি বান্দরবান জেলার ‘থানছি’ উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। নীলগিরি ভ্রমণে ভ্রমণকারীরা উঁচু- নিচু পাহাড়  শুভ্র মেঘের এক রোমাঞ্চকর দৃশ্য অবলোকন করতে পারবে। এই পর্বতের পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজাতী সম্প্রদায় ম্রো পল্লী। 



যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মত। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র এটি। যা সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর পাশেই রয়েছে একটি সেনাক্যাম্প। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন। বান্দরবান জিপ স্টেশন থেকে জিপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়িও ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫ টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ি যেতে দেয়া হয় না। এছাড়া নিরিবিলিতে স্বপরিবারে কয়েকটা দিন কাটাতে এটি একটি আদর্শ জায়গা। নীলগিরিতে নিরাপদ ভ্রমণের জন্য 



বর্তমানে বান্দরবান শহর থেকে হোটেল হিলভিউর পরিচালনায় সরাসরি  হোটেল হিলভিউ বাস  চলমান  রয়েছে। 

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বান্দরবান সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

 



বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ 
বান্দরবান  সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান    অধ্যাপক এনামুল হাই এফসিএস  এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার(২৯.১২.২০ইং) দুপুরে  কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে   অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যক্ষ,  অধ্যাপক মকছুদুল আমিন। 


  বিভাগের সকল বর্ষের  স্নাতক শিক্ষার্থীদের আয়োজনে বান্দরবান নীলাচল পর্যটন কেন্দ্রে বিকালে আলাদা বিদায় সংবর্ধনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের পক্ষ থেকে  স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র, মোঃ সোহেল, ২য় ব্যাচের ,  মোঃ মনিরুল ইসলাম, ৩য় ব্যাচের পম্পি চৌধুরী ও অন্যান্য ব্যাচেরও বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট  প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে   তিনি   বলেন,  শিক্ষার্থীদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তোমরা মানুষের মতো মানুষ হলে আমার শিক্ষকতা জীবন স্বার্থক হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক,  এসএম আইনুল করিম, গেস্ট লেকচারার ,  সুমদত্ত বড়ুয়া, গেস্ট লেকচারার, মনিরুল ইসলাম। 
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মোঃ ফয়সাল, মোঃ সোহেল, নয়ন বড়ুয়া, পম্পি চৌধুরী,  মাহিনূর আক্তার উর্মি, প্রত্যাশা, মোঃ তারেক, বিটন তঞ্চঙ্গ্যা, মোঃ হোসেন প্রমূখ। 

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক।

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসারশিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ৪০,০০০ টাকা

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ৩০ বছরকর্মস্থল: যেকোনো স্থান

Advertisement

আবেদনের ঠিকানা: আগ্রহীরা www.jagojobs.com/bank এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২১

সূত্র: জাগোজবস ডটকম

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।

বি.কে বিচিত্র, চট্টগ্রাম।



 বিজয়ের ৪৯ বছর উপলক্ষে,  মহান বিজয়ের মাসে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের নিজ উদ্যোগে  রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে   গরীব দুস্থদের মাঝে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



অনুষ্ঠানে স্থানীয় দু:স্থ অসহায় ও গরিব মানুষদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠানে বক্তারা বলেন,  তার কর্মের মাধ্যমে লোহাগাড়াবাসীর  হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে আজীবন বেঁচে থাকবেন।

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।


 মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

বি.কে বিচিত্র, চট্টগ্রাম।

৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহজ উদ্দিন কায়সারের উদ্যোগে 

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে  চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ


প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় আমিরাবাদ আরফাত কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানের শুরুতে  শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দোয়ার  কামনা করা হয়।

পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা যুবলীগের নেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু সভাপতিত্ব করেন সাবেক লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আকতার বাঙালী এসময় আরো ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রকাশ দেবনাথ।


৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রকাশ দেবনাথ




বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ ক্যাডারের গোলাম রুহানী।

কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ৩৬তম  বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা,  প্রকাশ দেবনাথ। বর্তমানে  বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক(প্রোগ্রাম) পদে কর্মরত। বর্তমানে তিনি উচ্চতর পেশাগত প্রশিক্ষণের জন্য ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, আঞ্চলিক লোক -প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম  এ প্রশিক্ষণরত রয়েছেন।২০১৮ সাল থেকে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক(গ্রোগ্রাম) হিসেবে কর্মরত রয়েছেন।
বান্দরবান জেলায় তিনি সুনামের সাথে সরকারি দ্বায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য,  কোভিড-১৯ কালিন সময়েও তিনি রেডিও বার্তার মাধ্যমে  বিভিন্ন জন সচেতনাতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেন, যা জেলার সর্বত্রে প্রশংসিত হয়।
তিনি সকলের আশির্বাদ প্রার্থী।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

করোনাকালে প্রাথমিক শিক্ষা।

 করোনাকালে প্রাথমিক শিক্ষা


 


"শিক্ষাই জাতির মেরুদন্ড"   সুশিক্ষিত জাতি মাত্রই স্বশিক্ষিত,  যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত।  এ উক্তিগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল।  মেরুদন্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাড়াতে পারেনা, ঠিক তেমনি সুশিক্ষাবিহীন কোন জাতি তথা দেশ উন্নত ও সমৃদ্ধশালী হতে পারেনা।  তাই একটা দেশ বা জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার প্রথম ধাপ হল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক থেকে শুরু করে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সরকার দেশের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসীয় বলে মনে করেন সর্বমহল তথা সুশীল সমাজ।প্রাথমিক শিক্ষা  যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর তাই হয়তো সরকার প্রাথমিক শিক্ষার উপর বেশি গুরুত্বারোপ করেছেন বলে মনে করেন সুশীল সমাজ তথা গবেষকরা।ছোট ছোট কোমলমতি শিশুরা হল নরম মাটির মত,  নরম মাটিকে যেমন বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন দর্শনীয় ও সৌন্দর্যমন্ডিত বস্তুতে রুপান্তরিত করা যায়,ঠিক তেমনি প্রত্যেক কোমলমতি শিশুকেও  তাদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলা সম্ভব।কেননা "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ". আর এ কোমলমতি শিশুদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হলে দরকার একজন অভিভাবক ও শিক্ষকের বিশেষ যত্ন ও সচেতনতা। প্রতি বছরের শুরুতে একটা শিশু বিদ্যালয়ে ভর্তি হবার পর থেকে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের উপর অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। নিয়মিত বিদ্যালয় মুখী করার প্রয়াসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বছরের শুরু থেকেই শ্রেনি কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক হোম ভিজিট  থেকে শুরু করে মা সমাবেশের ব্যবস্থা করতে হয় যা খুবই  ফলপ্রসূ বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা, কিন্তু সারাবিশ্ব যখন ঘাতক  করোনা ভাইরাসের করাল গ্রাসে নিমজ্জিত তখন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে এখনও সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী  বিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জুম মিটিং এর মাধ্যমে যথাসম্ভব মা সমাবেশের ব্যবস্থা করলেও হোমভিজিটে স্থবিরতা নেমে এসেছে বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা, ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করছেন সর্বমহল তথা সুশীল সমাজ।  ঘাতক করোনা ভাইরাসের কারনে ২০২০ পুরো বছরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে ২০২১ সালের আগমনী বার্তা আমাদের দরজায় নাড়া দিচ্ছে,  এ অবস্থায় শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী রাখতে হলে  আমাদের স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব  হোমভিজিট করা উচিত এবং ঝরে পড়ার হার হ্রাস পেতে পারে বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা। বিজয়ের  এ মাসে আমরা  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে হোমভিজিটের পরিমান বাড়াতে পারি তাহলে হয়তো শিক্ষার্থীদের ঝবে পড়া অনেকাংশেই  কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন  করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই সুস্থ থাকি ও  সুশিক্ষিত জাতি গঠনে ব্রতী হই।

লেখকঃ

সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় , লোহাগাড়া, চট্টগ্রাম।

বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বিজয়ের মাস উপলক্ষে লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সার।

 লোহাগাড় প্রতিনিধি(চট্টগ্রাম)ঃ


বিজয়ের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী  পালন করেছে, লোহাগাড়া  উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দীন কায়সার। 


০২.১২.২০ ( বুধবার)  উপজেলার বিভিন্ন পতিত জায়গায়  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

 

 এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতা রাকিব,সাজ্জাদ,আলফাজ, শাহিন,রবিউল,

 ওমর ফারুক, আফতাব প্রমুখ। 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...